ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

সাটুরিয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ১০ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেছেন হামিদ মোল্লা (৬০) নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮.৩০ ঘটিকার দিকে উপজেলার দিঘলীয়া ইউনিয়নের দক্ষিণ বেংরোয়া এলাকায় এই ঘটনা ঘটে। ওই শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী।

হামিদ মোল্লা (৬০) সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের দক্ষিণ বেংরোয়া এলাকার মৃত খাদেম আলী মোল্লার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮.৩০ দিকে ওই শিশুটি প্রতিবেশী বান্ধবী বৈশাখীর সঙ্গে বাড়ির পাশেই খেলাধুলা করার জন্য যায়। ঠিক ওই সময় অভিযুক্ত হামিদ মোল্লা শিশুটিকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তার নিজ কক্ষে নিয়ে যায় এবং তাকে কুপ্রস্তাব দেয়।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে, শিশুটির আত্ম-চিৎকারে পাশের বাড়ির জৈনক সুবর্ণা আক্তার ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে এবং পরে মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেন।

এলাকাবাসীর দাবি, এই শিশুটির সঙ্গে যে নেক্কারজনক ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল, তা কর্তা লম্পট হামিদ মোল্লার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।

সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেছেন।

ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

থানায় মামলা,শিশুকে ধর্ষণের চেষ্টা,সাটুরিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত