
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমির এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী ইনসাফভিত্তিক উন্নত দেশ গড়তে আসুন যুবকদের সাথে নিয়ে, সবাই মিলে দুর্নীতি মুক্ত নতুন সমাজ গড়ে তুলি।
তিনি বলেন, যুবকরাই দেশের উত্তরনে চালিকা শক্তি। তারাই পারে এদেশকে সত্য ও সুন্দরের নতুন পথের দিশা দিতে। যুবসমাজের দেশপ্রেম আর আন্তরিক প্রচেষ্টা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।
মঙ্গলবার দুপুরে রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার বদরগঞ্জ উপজেলার পৌরসভার স্থানীয় শাহাপুর মাঠে জামায়াতে ইসলামী যুব বিভাগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ২৪-এর জুলাই বিপ্লবে এদশের যুবসমাজ এবং ছাত্র-জনতার অবস্মরনীয় আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ লাভ করেছি। আমি মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ১৪ বছর জালিমের কারাগারে বন্দি ছিলাম। সেখান থেকে জুলাই বিপ্লবের পরিণতিতে ন্যয় বিচার পেয়ে মুক্তি লাভ করেছি। এই স্বাধীনতা আর দেশের সার্বভৌমত্ব ধরে রাখতে আসুন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সেই যুব সমাজকে সাথে নিয়ে র্দুনীতিমুক্ত একটি উন্নত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি। মহান আল্লাহ আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের জন্য সঠিক বুঝ দান করুন। এ লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করুন।
জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা আমির মুহাম্মদ কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের শুরা সদস্য শাহ্ মোহাম্মদ হান্নান খান, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ্ মুহাম্মদ রুস্তম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, রংপুর জেলা যুব বিভাগের সভাপতি মুস্তাক আহমেদ, ইসলামী ছাত্র শিবির রংপুর জেলা শাখা সভাপতি মোহাম্মদ ফিরোজ মাহমুদ, বদরগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ হাসান রানা, ইসলামী ছাত্র শিবির বদরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।
শেষে শাহাপুর মাঠ থেকে যুব বিভাগ আয়োজিত একটি নির্বাচনী শোভাযাত্রা বের হয়ে বদরগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় জামায়াতে ইসলামী এবং ১০ দলীয় জোটের উপজেলা নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন।
এছাড়া এটিএম আজাহারুল ইসলাম এই নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখাসহ বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় তিনি বলেন, আমি আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। ঐ নির্বাচনে দেশ গড়ার লক্ষ্যে সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।
এটিএম আজাহারুল ইসলাম বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দেশের কল্যাণ নিহিত। এজন্য উচ্চ শিক্ষা গ্রহণ ও অধিকার নিশ্চিত করে আমাদের আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে হবে। এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র কল্যানের পথে এগিয়ে যাবে।
জনসভায় এটিএম আজাহারুল বলেন, আমাদের সৎ নেতৃত্ব, দেশপ্রেম এবং উন্নত চরিত্রের মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। আমরা সমাজ ও রাষ্ট্রে আল্লাহর নির্দেশিত কল্যাণের পথে সততার সাথে জনগণের আমানত সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করবো।