ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ আধাবেলা বন্ধ

ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ আধাবেলা বন্ধ

আইনজীবী ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সম্মানে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ আধাবেলা বন্ধ থাকবে।

সোমবার (৫ মে) জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সম্মানে আজ আপিল বিভাগের বিচারকাজ বেলা ১১ টা পর্যন্ত বসবে। আর হাইকোর্টের বিচারকাজ চলবে ১ টা ১৫ মিনিট পর্যন্ত।

রোববার দেশবরেণ্য আইনজীবী, ফৌজদারি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (৭৯) ইন্তেকাল করেছেন। বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

তার জুনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামী শাহীন এ তথ্য জানান।

গতকাল বাদ এশা ধানমন্ডি তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় সুপ্রিমকোর্ট বার প্রাঙ্গনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

ব্যারিস্টার রাজ্জাক,সুপ্রিম কোর্ট,বিচারকাজ,আধাবেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত