ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট: ঈশ্বরগঞ্জে ‘বিকাশ আতঙ্ক’

ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট: ঈশ্বরগঞ্জে ‘বিকাশ আতঙ্ক’

​ঈশ্বরগঞ্জে ভয়ংকরভাবে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্র। সাধারণ মানুষকে পুলিশের ভয় এবং অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার নাটক সাজিয়ে তারা হাতিয়ে নিচ্ছে জীবনের সঞ্চয়। প্রতারণার এই 'মহোৎসবে' নিঃস্ব হচ্ছেন সহজ-সরল ভুক্তভোগীরা।

​প্রতারকরা মূলত দুটি প্রধান কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। ফোন করে নিজেদের এসআই বা পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে জানায়, “আপনার ভাতিজা মাদকসহ ধরা পড়েছে। মামলা এড়াতে ১৫ হাজার টাকা পাঠান।” এই ফাঁদে পড়ে উপজেলা ছাত্রদল নেতা জিকরুল হাসান জিকু ১৩ হাজার টাকা খুইয়েছেন।

অপরদিকে নিজেদের বিকাশ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে বলা হয়, “আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। এখনই কোড বা ১৫ হাজার টাকা জমা দিন।” এই কৌশলে পৌর এলাকার বাসিন্দা মাহমুদা আক্তার ২০ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্র। একই কৌশলে উপজেলার সোহাগি ইউনিয়নের মর্জিনা খাতুন তার ভাইয়ের পাঠানো ৫ হাজার টাকা এবং পরে আরও ১৫ হাজার টাকা খুইয়েছেন।

​স্থানীয় বিকাশ এজেন্ট আজহারুল ইসলাম জানান, এটি অত্যন্ত সংগঠিত একটি চক্র। একদল দোকানে কাস্টমার সেজে দাঁড়িয়ে থাকে, কারা কত টাকা লেনদেন করছে তার তথ্য সংগ্রহ করে। এরপর আরেক দল সেই তথ্যের ভিত্তিতে পুলিশ বা বিকাশ অফিস পরিচয়ে ফোন করে প্রতারণা করে।

​ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, প্রতারকরা গরিব মানুষের ভোটার আইডি ব্যবহার করে সিম কেনে।

তিনি সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ভয়ভীতি বা সহানুভূতিতে টাকা লেনদেন করা যাবে না।

অ্যাকাউন্ট,ঈশ্বরগঞ্জ,বিকাশ আতঙ্ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত