ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বালুভর্তি ট্রাক থেকে ভারতীয় কসমেটিকস ও শাড়ী জব্দ

বালুভর্তি ট্রাক থেকে ভারতীয় কসমেটিকস ও শাড়ী জব্দ

হবিগঞ্জের মাধবপুরে অভিযান পরিচালনা করে বালুভর্তি ট্রাকসহ বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স ও শাড়ী জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, সোমবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুরের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় মহাসড়কে কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরে বালুভর্তি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। এসময় তল্লাশী করে বালুভর্তি ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস ও শাড়ী পাওয়া যায়। এ সময় ভারতীয় অবৈধ পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

ভারত,কসমেটিকস,শাড়ী,জব্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত