আসন্ন কোরবানির ঈদের আগেই নতুন নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে নতুন নকশার এসব নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। তার জায়গায় থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি, দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নিদর্শন। ইতোমধ্যে সব নোটের ডিজাইনও ঠিক করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, নতুন নকশার নোট ছাপাতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে। তবে, গ্রাহকদের চাহিদা মাথায় রেখে কোরবানি ঈদের আগেই নতুন নোট ছাড়া হবে।
তিনি জানান, দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নতুন ৯ ধরনের নোট ছাপানো হলেও সবগুলো এখনই পাওয়া যাবে না।
রাজনৈতিক পট পরিবর্তনের ৯ মাস হলেও এখনও বাজারে আসেনি নতুন নকশার নোট। টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় গেল ঈদুল ফিতরে নতুন নোট ছাড়া হয়নি। ফলে নতুন টাকার চাহিদা বাড়ে খোলাবাজারে। তবে চাহিদা থাকলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোট গ্রাহকদের দিতে পারছে না ব্যাংকগুলো।
নতুন নোটের সংকটে গ্রাহকের হাতে বেড়েছে ছেঁড়াফাটা নোটের সংখ্যা। ফলে অনেকেই পুরোনো কিংবা ছেঁড়াফাটা নোট পরিবর্তন করছেন রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায়। বাড়তি টাকায় এসব নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতি হচ্ছে গ্রাহকদের।