ঢাকা রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড

২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড

সদ্য বিদায় নেওয়া ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্ম প্রকাশ করে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। তবে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশ গঠনের দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আর এর পরপরই বাড়তে থাকে রেমিট্যান্সের গতিপ্রবাহ। আর এর মধ্যে দিয়ে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড গড়লো ২০২৪-২৫ অর্থবছর।

অর্থবছরের পুরো সময়ে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা ধরে) তিন লাখ ৭০ হাজার কোটি টাকার বেশি। এর আগে কোনো অর্থবছরে এত পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে আসেনি।

দেশে গত ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৬.৪২ বিলিয়ন ডলার। এর আগে গত ২০২২-২৩ অর্থবছরে এসেছিল ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরে এসেছিল ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলার।

এর আগে সর্বোচ্চ রেমিট্যান্সে এসেছিল ২০২০-২১ অর্থবছরে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস চলাকালীন সময়ে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ২ হাজার ৪৭৮ কোটি বা ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, করোনাকালীন সময়ে বিশ্বের বিভিন্ন কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়। পণ্য উৎপাদন কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান আবার কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়। এই কারণে করোনা মহামারীর সময়ে প্রবাসীরা চাকরি হারিয়ে দেশে ফিরে আসেন। এর সাথে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে ইন্সুরেন্সসহ সকল পাওনা নিয়ে দেশে ফেরেন প্রবাসীরা। এতে ওই অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসে দেশে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এর আগে করোনার সময়ে ২০২০-২১ অর্থবছরের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল দেশে। সেই রেকর্ড ভেঙে দিয়েছে ২০২৪-২৫ অর্থবছর। বর্তমানে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। এর কারণ রেমিট্যান্সের ডলারে দর বেড়েছে, খোলা বাজারের সাথে ডলারের দরের ব্যবধান কমেছে। তাছাড়া হুন্ডির দৌরাত্ম্যও কমেছে। এসব কারণে বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে।

আবা/এসআর/২৫

প্রবাসী আয়,রেকর্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত