কুখ্যাত ডাকাত শাহীনকে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ দেওয়ায় দুই টিএসআইসহ ৫ পুলিশ সদস্যকে ক্লোজড করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, কক্সবাজার আদালতের কোর্ট হাজতে থাকা আন্তর্জাতিক চোরাচালান চক্রের গডফাদার শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের কাছে মোবাইল ফোন থাকার অভিযোগ ওঠে। এরপরই তদন্তে নামে পুলিশ এবং দায়িত্বে অবহেলা পাওয়া গেলে টিএসআই সুরেন দত্ত, আবদুল ওয়াহেদ, কনস্টেবল নাজম হায়দার, গোলাম মোস্তফা ও ইয়াছিন নূরকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।
এ বিষয়ে ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আইন অনুযায়ী আদালতে হাজিরা দিতে আসা আসামিদের শরীর তল্লাশি ও মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা থাকলেও শাহীন ডাকাতের কাছে প্রকাশ্যে মোবাইল ফোন থাকা কোর্ট পুলিশের দায়িত্বে অবহেলা কিংবা যোগসাজশের ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ সূত্র জানিয়েছে, শাহীন ডাকাতের কাছে মোবাইল সুবিধা দিতে প্রতি হাজিরার সময় মোটা অঙ্কের টাকা লেনদেন হতো। মোবাইল ফোন ব্যবহার করে আদালতে এসেও চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত ৫ জুন সেনাবাহিনীর যৌথ অভিযানে রামু উপজেলার গর্জনিয়া থেকে গ্রেপ্তার করা হয় শাহীন ডাকাতকে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ অন্তত ২০টি মামলা রয়েছে।