পিএসসি সংস্কারসহ ৮দফা দাবিতে আন্দোলন ও অনশনরত পরীক্ষার্থীদের দাবির মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল।
রোববার (২৭ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য জহিরুল হক ভূঁইয়া এ ঘোষণা দেন। এর আগে তিনি পিএসসির সংস্কার চেয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনা করেন।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতসহ পিএসসি সংস্কারের দাবিতে বেশ কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রোববার রাতেও শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর মধ্যেই পরীক্ষা স্থগিতের ঘোষণা এলো।
বিসিএস পরীক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে: আন্দোলনকারীদের ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করা; আগে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করে তারপর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া; কমিশনে বসিয়ে খাতা দেখানোর ব্যবস্থা করা; অতি দ্রুত কমিশনের বিজ্ঞ সদস্যদের সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করা; ভাইভা শেষ হওয়ার পর এবং রেজাল্টের আগে ক্যাডার চয়েজ প্রত্যাহারের সুযোগ প্রদান।
আবা/এসআর/২৫