অনলাইন সংস্করণ
১২:৩০, ০৬ জানুয়ারি, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেছেন, অন্যান্য ক্যাম্পাসে যেমন শিবিরের প্রতি শিক্ষার্থীদের সমর্থন মিলেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আশা করি তেমন সমর্থন দেবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জকসু নির্বাচনে ভোট প্রদান শেষে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
রিয়াজুল ইসলাম বলেন, তিনি মাত্র ভোট দিয়েছেন এবং ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পরিবেশ সুন্দর রয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসন যদি এই পরিবেশ ধরে রাখতে পারে, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থীর কাছে তারা পৌঁছাতে পারেননি, তারা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। অন্যান্য ক্যাম্পাসে যেমন শিবিরের প্রতি সমর্থন পাওয়া গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আশা করি তেমন সমর্থন দেবে। আমরা বিজয়ী হলে সবাই মিলে নতুন ক্যাম্পাস গড়বো—এটাই আমাদের প্রত্যাশা।