ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জকসুতে ৬ কেন্দ্রের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে শিবির

জকসুতে ৬ কেন্দ্রের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে শিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয়টি কেন্দ্রের ফলাফলে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস ও এজিএস—এই তিনটি শীর্ষ পদে এগিয়ে রয়েছেন। প্রকাশিত ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা এগিয়ে আছেন।

বুধবার (০৭ জানুয়ারি) সকাল পৌনে নয়টার দিকে ৩৯টি কেন্দ্রের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে, সকাল পৌনে আটটার দিকে চারটি কেন্দ্রের ফল প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০০ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই বিভাগে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ৯১ ভোট, জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ৪৫ ভোট এবং এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল ৮৫ ভোট পেয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা ১০২ ভোট পেয়েছেন। বিপরীতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ১১৮ ভোট, জিএস পদে খাদিজাতুল কোবরা ৭৩ ভোট এবং এজিএস পদে আতিকুর রহমান তানজিল ১২৬ ভোট পেয়েছেন।

লোকপ্রশাসন বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২২ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা ১৩০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। একই বিভাগে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ১৩২ ভোট, জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ৬২ ভোট এবং এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল ১০৬ ভোট পেয়েছেন।

ফার্মাসি বিভাগে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম ৭৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৮৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা ৭৮ ভোট পেয়েছেন। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ৫৩ ভোট, জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ২৬ ভোট এবং এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল ৪৫ ভোট পেয়েছেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০৬ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১১২ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা ১০৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই বিভাগে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ৯৪ ভোট, জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ৫৩ ভোট এবং এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল ৮০ ভোট পেয়েছেন।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম ৫১ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৪৬ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা ৪২ ভোট পেয়েছেন।

অন্যদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ৩৯ ভোট, জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ১৮ ভোট এবং এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল ৩০ ভোট পেয়েছেন।

এগিয়ে শিবির,ভিপি, জিএস ও এজিএস,ফলাফল,জকসুতে ৬ কেন্দ্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত