ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

‘ইনসাফ’ এর দ্বিতীয় পোস্টারে ভয়ংকর লুকে মোশাররফ করিম

‘ইনসাফ’ এর দ্বিতীয় পোস্টারে ভয়ংকর লুকে মোশাররফ করিম

রবিবার (৪ মে) সন্ধ্যায় পরিচালক সঞ্জয় সমদ্দারের অ্যাকশন থ্রিলার সিনেমা "ইনসাফ"-এর দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে অভিনেতা মোশাররফ করিমকে এক ভয়ংকর ও অভিনব চরিত্রে দেখা গেছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

পোস্টারে মোশাররফ করিমের চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট হালকা পাকা দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা এবং হাতে কুড়াল দেখা যায়। তার ঘাড়ে স্টেথোস্কোপ ঝোলানো, আর পায়ের নিচে একজনকে ফেলে রাখা হয়েছে। এই দৃশ্য থেকে বোঝা যায়, সিনেমার ক্লাইমেক্সে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। এমন চরিত্রে মোশাররফ করিমকে আগে কখনো দেখা যায়নি।

পোস্টারের নিচে লেখা হয়েছে, "ঈদ-উল-আজহায় মুক্তি পাচ্ছে ইনসাফ"। পরিচালক সঞ্জয় সমদ্দার ক্যাপশনে লিখেছেন, "এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!"

এর আগে সঞ্জয় সমদ্দার জানিয়েছিলেন, "ইনসাফ" একটি অ্যাকশন থ্রিলার সিনেমা, যেখানে মোশাররফ করিমকে এক ভয়ংকর চরিত্রে দেখা যাবে। পোস্টারেও তারই ইঙ্গিত মিলেছে। সিনেমাটির নায়ক শরীফুল রাজ, যাকে এক ধুমধাড়াক্কা অ্যাকশন চরিত্রে উপস্থাপন করা হবে। তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন তাসনিয়া ফারিণ, যার এই সিনেমার মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটবে।

গত ২৫ এপ্রিল সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছিল, যেখানে শরীফুল রাজকে রক্তাক্ত কুড়াল হাতে দেখা গিয়েছিল। এবার দ্বিতীয় পোস্টারে মোশাররফ করিমের চরিত্রের রহস্য উন্মোচন করা হলো। তবে তিনি নেতিবাচক নাকি ইতিবাচক চরিত্রে রয়েছেন, তা এখনো অস্পষ্ট।

"ইনসাফ" সিনেমাটি ঈদ-উল-আজহায় মুক্তি পাবে বলে জানানো হয়েছে। দর্শকদের প্রত্যাশা, এই সিনেমা ঈদের লড়াইয়ে অন্যতম সেরা আয়োজন হতে চলেছে।

মোশাররফ করিম,ভয়ংকর,লুক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত