অনলাইন সংস্করণ
১২:৩৬, ১৭ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশিদের অহংকার আর গৌরবের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও মেতেছেন বিজয়ের উল্লাসে। তবে এই বিজয়কে শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর গভীর তাৎপর্য ভক্তদের সামনে তুলে ধরেছেন সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া।সামাজিক যোগাযোগমাধ্যমে লাল-সবুজ পোশাকে নিজের একটি ছবি শেয়ার করে পিয়া লিখেছেন এক আবেগঘন বার্তা। তার কাছে এই বিজয় দিবসের মাহাত্ম্য যেমন ত্যাগের, তেমনি তা কৃতজ্ঞতা প্রকাশেরও। পিয়া তার পোস্টে লিখেছেন, ‘এই লাল সবুজ শুধু রং নয়, এটা রক্ত আর স্বপ্নের ইতিহাস। যাদের ত্যাগে আজ আমরা স্বাধীন, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না।’তবে বিজয়ের সংজ্ঞা দিতে গিয়ে এক অনন্য দর্শনের কথা বলেছেন এই তারকা। তিনি মনে করেন, বিজয় মানেই আস্ফালন নয়। তার কথায়, ‘বিজয় মানে অহংকার নয়, বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া।’ দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘শ্রদ্ধায় শহিদদের, ভালোবাসায় বাংলাদেশ। শুভ বিজয় দিবস।’