ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

 দুর্নীতির বিরুদ্ধে ফজলুর একলা লড়াই

 দুর্নীতির বিরুদ্ধে ফজলুর একলা লড়াই

পেনশন অফিসের দুর্নীতিবাজ কর্মচারী ফজলুর পরিণতি নিয়ে ২০২৪ সালে ওটিটিতে মুক্তি পেয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল কমেডি নাটক ‘কাঁটা’। সেই জনপ্রিয় ধারাবাহিকতার সিকুয়েল ‘কাঁটা ২’ নিয়ে আবার ফিরছেন নির্মাতা রিয়াদ মাহমুদ। নতুন এই পর্বেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা শরাফ আহমেদ জীবনকে।

‘কাঁটা ২’-এর গল্পে দেখা যাবে, এক বিশেষ ঘটনার পর ফজলু হঠাৎ করেই ঘুষ নেওয়া ছেড়ে সৎ হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার এই সততার পথচলাই হয়ে ওঠে নতুন বিপদের শুরু। অফিসের দুর্নীতিগ্রস্ত ‘সিস্টেম’ একদিকে, অন্যদিকে অভাবী পরিবার—দুই দিক থেকেই চাপ বাড়তে থাকে তার ওপর। ব্যাংকে জমা থাকা ঘুষের টাকা থাকা সত্ত্বেও তা ব্যবহার না করায় কষ্টে দিন কাটাতে হয় তার পরিবারকে।

এদিকে অফিসে ফজলু হয়ে ওঠে সবার চোখের ‘গলার কাঁটা’। সহকর্মীরা তাকে দমাতে নানা ষড়যন্ত্র ও ভয়ভীতি দেখালেও ফজলু দমে যায় না। একাই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে, যা গল্পে তৈরি করে নানা হাস্যরসাত্মক ও বাস্তবধর্মী পরিস্থিতি।

নির্মাতা রিয়াদ মাহমুদ জানিয়েছেন, ‘কাঁটা’ প্রচারের পর দর্শকদের অভূতপূর্ব সাড়া পাওয়াতেই সিকুয়েল নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। তার ভাষায়, এবারের পর্বে দেখানো হবে—একজন দুর্নীতিবাজ মানুষ ভালো হতে চাইলে সমাজ ও ব্যবস্থার কাছ থেকে তাকে কতটা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।

শরাফ আহমেদ জীবন ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, শাহেদ আলী, টুইংক ক্যারল ও ইকবাল হোসেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জানুয়ারি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে এই কমেডি নাটক ‘কাঁটা ২’।

ফজলু,দুর্নীতি,লড়াই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত