অনলাইন সংস্করণ
১৪:৩৫, ১৪ জানুয়ারি, ২০২৬
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন—কাজের মানের সঙ্গে যেমন আপস করেন না, তেমনি পারিশ্রমিকের ক্ষেত্রেও কোনো ছাড় দিতে রাজি নন।
মিমির কথায়, ‘আমি এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়েছি, এটা সত্যি। কিন্তু মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাসটা এখনও বদলায়নি। অনেকেই আমাকে কাজে ডাকেন না, কারণ আমি পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো দরদাম করি না। আমি আমার কাজে শতভাগ নিবেদন দিই, তাই পারিশ্রমিকের বেলায় কেন আপস করব?’
ক্যারিয়ারের শুরুর দিনগুলোর প্রসঙ্গ টেনে মিমি বলেন, প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’–তে ‘পুপে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমেই তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তবে এরপর কেন তাকে আর সে রকম চরিত্রে নিয়মিত দেখা যায়নি—এমন প্রশ্নে আবেগী হয়ে পড়েন অভিনেত্রী।
মিমির ভাষায়, ‘পুপে চরিত্রটি ছিল পুরোপুরি ঋতু দার মনের সৃষ্টি। সেই ম্যাজিক অন্য কারও পক্ষে তৈরি করা সম্ভব নয়। তবে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, ক্যারিয়ারের শুরুতেই এমন একটি আইকনিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম।’
ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়েও অকপট মিমি। তিনি বলেন, ‘আমি এটা মেনেই নিয়েছি যে ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক, বাবা কিংবা বড় ভাই নেই, যাদের নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। তাই আমাকে মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না। যে অফারগুলো আসে, সেখান থেকেই আমি নিজের পছন্দ অনুযায়ী কাজ বেছে নিই।’
কাজ, পারিশ্রমিক ও আত্মসম্মানের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়েই এগিয়ে যেতে চান মিমি চক্রবর্তী—এমন বার্তাই উঠে এসেছে তার এই সাক্ষাৎকারে।