ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বেগম খালেদা জিয়ার স্মরণে নোবিপ্রবিতে আলোচনা ও দোয়া মুনাজাত

বেগম খালেদা জিয়ার স্মরণে নোবিপ্রবিতে আলোচনা ও দোয়া মুনাজাত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি ডক্টর রেজওয়ানুল হক, ট্রেজারার ডক্টর হানিফ মুরাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল কাইয়ুম মাসুদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন সাহসী নেতৃত্ব। দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সব শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।

আলোচনা সভায় জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা ও দোয়া মুনাজাত,বেগম খালেদা জিয়া,নোবিপ্রবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত