ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

ওয়ানপ্লাস ১৫: যা যা থাকছে নতুন ফ্ল্যাগশিপ ফোনে

ওয়ানপ্লাস ১৫: যা যা থাকছে নতুন ফ্ল্যাগশিপ ফোনে

ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৫ চীনে লঞ্চ হয়েছে। ফোনটি প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং উন্নত ক্যামেরা সেটআপসহ বাজারে প্রবেশ করতে যাচ্ছে, যা টেকপ্রেমীদের জন্য ২০২৫ সালের অন্যতম আকর্ষণীয় ডিভাইস হতে পারে।

মূল ফিচার ও দাম : ওয়ানপ্লাস ১৫-এর বেস মডেল চীনে ৩৯৯৯ ইয়েন থেকে শুরু হয়েছে। এতে রয়েছে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। শীর্ষ মডেলটির দাম ৫৩৯৯ ইয়েন। ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে- অ্যাবসোলিউট ব্ল্যাক, মিস্টি পার্পল, স্যান্ড ডুন।

ডিসপ্লে ও প্রসেসর : ওয়ানপ্লাস ১৫-এ রয়েছে ৬.৭৮ ইঞ্চির বিওই অ্যামোলিড ডিসপ্লে, যা ১৬৫ঐু রিফ্রেশ রেট, ১.৫ কে রেজোলিউশন এবং ১৮০০ নিটস পিক ব্রাইটনেসের। ডিসপ্লেটি ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামাট এবং ১.০৭ বিলিয়ন রঙ সমর্থন করে।

ফোনটি চালিত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেনারেশন ৫ চিপসেট (৩এনএম প্রক্রিয়ায়) এবং এতে রয়েছে অ্যাড্রিনো ৮৪০ জিপিইউ। র‌্যাম ও স্টোরেজের দিক থেকে এটি ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত ইউএফএস ৪.১ স্টোরেজের সাথে আসে।

ক্যামেরা ও ভিডিও ফিচার : ওয়ানপ্লাস ১৫-এ ট্রিপল ৫০-মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি ক্যামেরা : ৫০গচ, ভ/১.৮। আল্ট্রাওয়াইড: ৫০গচ, ভ/২.০। টেলিফটো : ৫০গচ, ভ/১.৮। সেলফির জন্য আছে ৩২গচ ফ্রন্ট ক্যামেরা, এবং ফোনটি ৮কে ভিডিও রেকর্ডিং সমর্থন করে।

ব্যাটারি ও চার্জিং : ফোনটিতে রয়েছে ৭,৩০০ সঅয ব্যাটারি, যা ১২০ড সুপার ফ্ল্যাশ চার্জ এবং ৫০ড ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই বৈশিষ্ট্য ফোনটিকে দীর্ঘস্থায়ী এবং দ্রুত চার্জিং সমর্থনসহ ব্যবহারযোগ্য করে তোলে।

ওয়ানপ্লাস ১৫ একটি স্টাইলিশ, শক্তিশালী এবং হাই স্পিড চার্জিং ফেসিলিটির প্রিমিয়াম স্মার্টফোন। এর চিত্তাকর্ষক ডিসপ্লে, ট্রিপল ৫০গচ ক্যামেরা এবং উন্নত প্রসেসরের কারণে এটি ২০২৫ সালের সেরা ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত হবে।

ওয়ানপ্লাস,ফ্ল্যাগশিপ,স্মার্টফোন,ওয়ানপ্লাস ১৫,চীন,ফোন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত