অনলাইন সংস্করণ
১৬:০১, ২০ ডিসেম্বর, ২০২৫
সন্ত্রাস ও সহিংসতা সম্বলিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের বিষয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হোয়াটসঅ্যাপ এবং ইমেইলে প্রাপ্ত অভিযোগগুলো প্রাথমিক যাচাই-বাছাই করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে রিপোর্ট করবে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।
এতে আরও বলা হয়, সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির হাতিয়ার হিসাবে ব্যবহার করা থেকে বিরত রাখতে এবং নাগরিকদের সচেতন করতেই এই উদ্যোগ নিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।
এসব বিষয়ে রিপোর্ট করতে হোয়াটসঅ্যাপ নম্বর: 01308332592 এবং একটি মেইল অ্যাড্রেস: [email protected] বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।