ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলক ছুঁলেন ইলন মাস্ক

বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলক ছুঁলেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আরও এক ধাপ এগিয়ে গেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা বৈশ্বিকভাবে একটি উল্লেখযোগ্য রেকর্ড হিসেবে দেখা হচ্ছে।

বিভিন্ন গবেষণা ও বাজার বিশ্লেষণের তথ্য অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদমূল্য আনুমানিক ৭৪৮ দশমিক ৯ বিলিয়ন ডলার। ২০২৪ সালের তুলনায় তার সম্পদের পরিমাণ কয়েকগুণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে, যার পেছনে টেসলা ও স্পেসএক্সসহ তার মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের মূল্যবৃদ্ধি বড় ভূমিকা রেখেছে।

বিশেষ করে স্পেসএক্সের শেয়ারবাজারে আসা এবং টেসলায় তার পারিশ্রমিক প্যাকেজ সংক্রান্ত সাম্প্রতিক আইনি রায়ের পর বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। এর প্রভাবে স্বল্প সময়ের মধ্যেই মাস্কের সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্ট অ্যাকাডেমির এক বিশ্লেষণে বলা হয়েছে, গত কয়েক বছরে ইলন মাস্কের সম্পদ গড়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যে তিনি এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি সম্পদের মালিক হতে পারেন বলে সংস্থাটি ধারণা করছে। একই বিশ্লেষণে বলা হয়েছে, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও ২০২৮ সালের মধ্যে এই তালিকায় উঠে আসতে পারেন।

ফোর্বস ম্যাগাজিনের সাম্প্রতিক তালিকা অনুযায়ী, মাস্কের সম্পদের চেয়ে ৫০ হাজার কোটি ডলার পিছিয়ে আছেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ল্যারি পেজ; তার সম্পদমূল্য ২৫ হাজার ২৬০ কোটি ডলার। ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন আছেন তৃতীয় স্থানে যার সম্পদমূল্য ২৪ হাজার ২৭০ কোটি ডলার। চতুর্থ স্থানে থাকা অ্যামাজানের প্রধান নির্বাহী জেফ বেজোসের সম্পদমূল্য ২৩ হাজার ৯৪০ কোটি ডলার। আর পঞ্চম অবস্থানে থাকা গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্জেই ব্রিনের সম্পদমূল্য ২৩ হাজার ৩১০ কোটি ডলার।

বিশ্লেষকদের মতে, বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস খাতে ভবিষ্যৎ বিনিয়োগ ও বাজার ইলন মাস্কের সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইলন মাস্ক,সম্পদ,বিশ্বে প্রথম,টেসলার প্রধান নির্বাহী,শীর্ষ ধনী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত