ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

পাকিস্তানের অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানে ভারতের এই হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ওভাল অফিস ছাড়ার সময় আমরা এই খবর শুনেছি। এটা খুবই লজ্জার।’ তিনি আরও বলেন, ‘দুই দেশ দীর্ঘদিন ধরে সংঘাতে জড়িত। তাই অনেকেই আগেই বুঝেছিল, কিছু একটা ঘটতে চলেছে।’

এদিকে জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে এমন ধরনের সংঘর্ষে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক তৎপরতা গভীর উদ্বেগের বিষয়। আমরা দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ সংযত আচরণ প্রত্যাশা করি।’

জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয়েছে, উপমহাদেশে নতুন করে কোনো সামরিক উত্তেজনা বিশ্ব চাইছে না। পরিস্থিতি অবনতির দিকে গেলে তার পরিণতি হবে ভয়াবহ।

আবা/এসআর/২৫

ক্ষেপণাস্ত্র হামলা,লজ্জাজনক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত