গভীর রাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে বেসামরিক নাগরিকদের ওপর ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
গতরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
শেহবাজ শরীফ বলেন, কোনো উসকানি ছাড়া ভারতের এই হামলার সুনির্দিষ্ট জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে। পাকিস্তানের সাহসী কর্মকর্তা ও সেনাদের জন্য আমাদের দোয়া ও শুভ কামনা রয়েছে।
তিনি আরও বলেন, শত্রুপক্ষকে কখনো তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না।
পাকিস্তানের কমপক্ষে নয় স্থানে হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। পাকিস্তানি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে।