ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

হামলা চালালে পুরো বিশ্ব জানতে পারবে : পাক সেনাবাহিনী

হামলা চালালে পুরো বিশ্ব জানতে পারবে : পাক সেনাবাহিনী

পাকিস্তান যখন ভারতে হামলা চালাবে তখন পুরো বিশ্ব জানতে পারবে বলে সরাসরি জানিয়ে দিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর দ্য ডনের

শরিফ চৌধুরী বলেন, পাকিস্তান তার পছন্দমতো সময় ও স্থানে ভারতে হামলা চালাবে, তখন পুরো বিশ্ব জানতে পারবে।

তিনি বলেন, ১৫টি স্থানে হামলা চালানোর ভারতের দাবিকে ‘ভিত্তিহীন এবং কাল্পনিক’। এই ধরনের নাটক থিয়েটারে মানায়, যুদ্ধক্ষেত্রের নয়।

আইএসপিআর মহাপরিচালক বলেন, ভারতীয় সেনাবাহিনী এবং সরকার কি আঠারো শতকে বাস করছে? ভারত সরকারকে ‘নাটক ও সিনেমা’ থেকে বাস্তব জগতে ফিরে আসবে?

গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ১০০ জন নিহতের দাবি করে দিল্লি।

অন্যদিকে, ভারতের হামলার জাবাবে ওই দিনই সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ করে পাকিস্তান। এতে ৫০ ভারতীয় সেনা নিহতের দাবি করে ইসলামাবাদ।

আবা/এসআর/২৫

হামলা,বিশ্ব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত