ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

লে. জে. আহমেদ শরীফ‌

‘পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি’

‘পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি’

পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি বলে জানিয়েছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এছাড়া যুদ্ধবিরতি কার্যকরের পর পাকিস্তানি সেনারা তা লঙ্ঘন করেনি বলে দাবি করেছেন তিনি।

তার দাবি, গত ৬ ও ৭ মে নিজেরাই পাকিস্তানে কাপুরুষের মতো হামলা চালিয়ে, তারাই আবার মধ্যস্থতার অনুরোধ জানিয়েছে। তবে, পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে, উপযুক্ত জবাব দেয়ার পরই কেবল যোগাযোগ করবে।

লে. জে. আহমেদ শরীফ বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধের কোনো সুযোগ নেই। কারণ, এর সাথে ১৬০ কোটি মানুষের জীবন জড়িত।

পাকিস্তান খুব পরিপক্কতার সাথে সংঘাত মোকাবেলা করেছে বলেও জানান এই সামরিক কর্মকর্তা।

তিনি বলেন, সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে ২০০ শতাংশ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা LoC-তে যুদ্ধবিরতি মেনে চলছে। আমরা পেশাদারিত্বের সাথে কাজ করি এবং নিজেদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলি।

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আমরা শান্তিপ্রিয় জাতি। তবে কোনো আগ্রাসন হলে তার জবাবও দেবো।

পাকিস্তান,যুদ্ধবিরতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত