সাম্প্রতিক এক মন্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাকে চার থেকে পাঁচবার নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নের ঘোষণা দেওয়ার পর এমন বক্তব্য দেন তিনি। ইসলামাবাদ বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ট্রাম্পের কৌশলী কূটনৈতিক ভূমিকার ফলেই সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, পরিস্থিতির দ্রুত অবনতি ঠেকিয়ে তিনি পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন, যা লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় এড়াতে সাহায্য করেছে।
মনোনয়নের পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, 'আমাকে ৪-৫ বার নোবেল দেওয়া উচিৎ।' তিনি আরও দাবি করেন, রুয়ান্ডা, কঙ্গো, সার্বিয়া ও কসোভোতে শান্তি প্রতিষ্ঠায় তার অবদান বিবেচনায় নেওয়া উচিত। তবে তার মতে, নোবেল কমিটি তাকে পুরস্কার দেবে না, কারণ সেটি 'শুধু উদারপন্থীদেরই' দেওয়া হয়।
এর আগেও ট্রাম্প তার সমর্থকদের কাছ থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন, বিশেষ করে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল ও একাধিক আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার কারণে। তবে এবার পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক সমর্থন তার দাবিকে নতুন মাত্রা দিয়েছে। ট্রাম্পের এই মন্তব্য আবারও আলোচনায় এনেছে শান্তি পুরস্কারের রাজনৈতিক প্রভাব এবং নোবেল কমিটির সিদ্ধান্ত প্রক্রিয়াকে ঘিরে বিতর্ক।