
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ফায়ার ফাইটার ১০০ শতাংশ দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
ফায়ার ফাইটারদের শরীরে যে পিপি থাকে তার তাপমাত্রা থাকে ৩০০ থেকে ৩২০। কিন্তু এই আগুনে পিপিও পুড়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ (৪২), মো. নুরুল হুদা (৪০), মো. জয় হাসান (২৪) এবং ওয়ারহাউস অফিসার জান্নাতুল নাঈম (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি।
তিনি জানান, টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজনকে এখানে আনা হয়েছে। তাঁদের মধ্যে নুরুল হুদার শরীরের ১০০ শতাংশ, শামীম আহমেদের শরীরের ১০০ শতাংশ, অফিসার খন্দকার জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ এবং জয় হাসানের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
এই চারজনের মধ্যে ফায়ার ফাইটার নুরুল হুদা, শামীম আহমেদ ও অফিসার জান্নাতুল নাঈমের অবস্থা গুরুতর। জয় হাসানকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেব। গুরুতর তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তাঁদের অবস্থা খারাপ হলে আইসিইউতে স্থানান্তর করা হবে বলেও জানান ডা. ফজলে রাব্বি।
আবা/এসআর/২৫