পাকিস্তান-ইরান সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলুচিস্তান প্রদেশের চাগাই বিভাগের তাফরান সীমান্ত এলাকায় পাকিস্তানের ফ্রন্টিয়ার কর্পস (এফসি) এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) যৌথভাবে এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা কাজের সন্ধানে ইরানে ঢোকার চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানায়, অভিযুক্তরা মাসকিল নামক এক নির্জন সীমান্ত অঞ্চল দিয়ে দলবদ্ধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করেন। এসময় নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘৩৩ জন বাংলাদেশির সবাইকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য এফআইএ'র কাছে হস্তান্তর করা হয়।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার সম্ভাবনা দেখছি।’
সূত্র জানায়, ওই বাংলাদেশিরা গত জুন ও চলতি জুলাই মাসে বৈধভাবে পাকিস্তানে প্রবেশ করেছিলেন। কিন্তু ইরানে প্রবেশের কোনো বৈধ অনুমতিপত্র বা কাগজ তাদের সঙ্গে ছিল না। ধারণা করা হচ্ছে, একটি সক্রিয় মানবপাচার চক্রের মাধ্যমে তারা সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন।
এ ঘটনায় আবারও স্পষ্ট হলো, উন্নত জীবনের আশায় দেশের সাধারণ মানুষ কীভাবে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ফাঁদে পড়ে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ যাত্রায় পা বাড়াচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং আটক বাংলাদেশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।