ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এবার ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চীনের শিনজিয়াং

এবার ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চীনের শিনজিয়াং

উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াং প্রদেশের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার বিকেলে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। ভূমিকম্পটি তুলনামূলকভাবে কম গভীরে, প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) এ ঘটেছে।

ভূকম্পটির কেন্দ্রবিন্দু তুমসুক কাউন্টিতে ছিল, তবে কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রদেশের আহেকি কাউন্টিতেও কেঁপে উঠার খবর পাওয়া গেছে।

মধ্য এশিয়ার এই সিসমিকভাবে সক্রিয় অঞ্চলে ভূমিকম্প কম সাধারণ নয়। এই অঞ্চল হিমালয় ও তিয়ান শান পর্বতমালার জটিল ভৌগোলিক সীমানার কাছে অবস্থিত। USGS ৫.৮ মাত্রার হিসাব দিয়েছে, তবে চীনের নিজস্ব ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা চায়না আর্থকুয়েক নেটওয়ার্কস সেন্টার (CENC) ৬.০ মাত্রার হিসাব দিয়েছে। এই ধরনের ছোটো পার্থক্য সাধারণ, কারণ বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা মাপার পদ্ধতি ও সেন্সর নেটওয়ার্কের ব্যবধানের কারণে ফারাক হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের ফলে কোনো বড় ধরনের ধ্বংস বা হতাহতের খবর পাওয়া যায়নি। শিনজিয়াংয়ের স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি পরিষেবাগুলি প্রভাবিত এলাকায় অবকাঠামো মূল্যায়ন করছেন। কম গভীরতার ভূমিকম্প সাধারণত ভূ-পৃষ্ঠে আরও তীব্রভাবে অনুভূত হয়, যা ক্ষতির সম্ভাবনা বাড়ায়, তবে কেন্দ্রবিন্দুর দূরবর্তী অবস্থান জনবহুল এলাকায় প্রভাব কমিয়ে দিয়েছে।

বিশাল ভূমিকম্প প্রভাবিত অঞ্চল ও আগে থেকে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা থাকা তুরস্ক বিশ্বের সিসমিক ঘটনাগুলিতে বিশেষ মনোযোগী। দেশটি উন্নত ভূমিকম্প প্রতিক্রিয়া ও পূর্বসতর্ক ব্যবস্থা তৈরি করেছে এবং আন্তর্জাতিক গবেষণা ও ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে।

শিনজিয়াংয়ে ভূমিকম্পের ঘটনা তুরস্কের জন্যও গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, যা যৌথ ভৌগোলিক ঝুঁকি, দৃঢ় অবকাঠামো ও দ্রুত জরুরি প্রতিক্রিয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। সূত্র: রয়টার্স

চীনের শিনজিয়াং,৫.৮ মাত্রার ভূমিকম্প,কেঁপে উঠলো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত