ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

গ্রিস উপকূলে ৫২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, শিশু নিখোঁজ

গ্রিস উপকূলে ৫২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, শিশু নিখোঁজ

গ্রিসের কোস্টগার্ড এজিয়ান সাগরে পৃথক দুটি ঘটনায় ৫২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তবে একটি ঘটনায় এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, তুরস্ক উপকূলসংলগ্ন ফারমাকোনিসি দ্বীপের কাছে ১৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে এক ছেলে শিশুকে পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুটির সন্ধানে কোস্টগার্ডের দুটি জাহাজ ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার নিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

অন্যদিকে, ক্রিট দ্বীপের দক্ষিণে একটি ফোলানো নৌকা থেকে আরও ৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। পরে তাদের ক্রিটের কালোই লিমেনেস এলাকায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউরোপে প্রবেশের আশায় বহু অভিবাসনপ্রত্যাশী তুরস্ক বা লিবিয়া থেকে গ্রিসের বিভিন্ন দ্বীপে যাওয়ার চেষ্টা করেন। তবে এই সমুদ্রপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে।

চলতি মাসের শুরুতে ক্রিট উপকূলে ভাসমান একটি নৌকা থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ ছিলেন বলে জানানো হয়েছিল।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ৭৭০ জনের বেশি আশ্রয়প্রার্থী ক্রিট দ্বীপে পৌঁছেছেন, যা এজিয়ান সাগরের অন্য যেকোনো দ্বীপের তুলনায় বেশি। সূত্র: এএফপি

শিশু নিখোঁজ,৫২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার,গ্রিস উপকূল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত