আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে শোকের এ দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনাবহুল এ দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।
৬১ হিজরির এই দিনে ফোরাত নদীর তীরবর্তী কারবালার প্রান্তরে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)। তিনি হজরত আলী (রা.) ও হজরত ফাতেমার (রা.) পুত্র।
কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে মুসলিমবিশ্বে দিনটি পালিত হয় ধর্মীয় ভাবগাম্ভীর্যে। বাংলাদেশেও আশুরা উপলক্ষ্যে নানা কর্মসূচি ও ধর্মীয় আয়োজন হয়েছে। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি জননিরাপত্তাও নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে ব্যাপক প্রস্তুতি।
ঢাকা মহানগরীতে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল হবে। তবে মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু কড়াকড়ি আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২ জুলাই ডিএমপি একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়েছে, মিছিলে কোনো ধরনের অস্ত্র বা বিপজ্জনক বস্তু বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেমন- দা, ছোরা, তলোয়ার, বল্লম, বর্শা, কাঁচি বা লাঠি।
এই নিষেধাজ্ঞা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ সরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে। মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত এটি বলবৎ থাকবে।
আবা/এসআর/২৫