ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যে ১১ কারণে সাংবাদিকের সঙ্গে প্রেম করে সুবিধা পাবেন

যে ১১ কারণে সাংবাদিকের সঙ্গে প্রেম করে সুবিধা পাবেন

অনেকের ধারণা, সাংবাদিকের সঙ্গে সম্পর্ক মানে নিয়মের বাঁধনে আটকে যাওয়া জীবন। তারা নাকি সব সময় ব্যস্ত থাকে, আয়ও হয় কম, আবার ছুটিছাটা নেই— ফলে সম্পর্ক টেনে নিয়ে যাওয়া কঠিন! কিন্তু বাস্তবে বিষয়টা সবসময় এমন নয়। সত্যি বলতে, একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করলে জীবনে ভরবে অভিজ্ঞতা, গল্প আর দৃষ্টিভঙ্গির নতুন আলো।

চলুন জেনে নেওয়া যাক সাংবাদিক প্রেমিক/প্রেমিকার কিছু বাড়তি সুবিধা—

তারা শহরটা হাতের তালুর মতো চেনে

ভেবে থাকলে ভুল হবে যে সাংবাদিকরা শুধু খবর নিয়ে পড়ে থাকে। ইভেন্ট, সিনেমা প্রিমিয়ার, নতুন রেস্টুরেন্ট— কোথায় কী চলছে তারা খুব ভালো জানে। তাই তাদের সঙ্গে থাকলে দারুণ সব জায়গায় যাওয়ার সুযোগ থাকে।

সৃজনশীলতায় ভরপুর

একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি সৃজনশীলতা। গল্প বলার ক্ষমতা, আবেগ প্রকাশ, সাবলীল ভাষা— সব মিলিয়ে তাদের কাছে আপনি পাবেন ভিন্নরকম মুগ্ধতা। এমনকি রাগ করলেও সেটা বেশ নাটকীয় ও মিষ্টি ভাবে প্রকাশ পায়!

কথার ভাণ্ডার অফুরন্ত

খবর, সমাজ, রাজনীতি, বিনোদন— পৃথিবীর নানা ঘটনাই তাদের জানা থাকে। তাই তাদের সঙ্গে কথা বলা মানে জ্ঞান আর আনন্দের মিশেল। একঘেয়েমি? সেই সুযোগ নেই।

টাকা নয়, অনুভূতি গুরুত্বপূর্ণ

সাংবাদিকরা অর্থের চেয়ে কাজের প্রতি বেশি মনোযোগী। তাই তারা সময় উপভোগ করতে বেশি পছন্দ করে, সম্পর্ককেও অনুভব দিয়ে বাঁচিয়ে রাখে।

বিশ্বাসযোগ্য সঙ্গী

যাদের হাতে গোপন তথ্য থাকে, তারা বিশ্বাসের মূল্য খুব ভালো বোঝে। তাই আপনার ব্যক্তিগত বিষয়ও তাদের কাছে নিরাপদ থাকবে।

মাল্টিটাস্কিংয়ে পারদর্শী

চাপ, সময়সীমা, বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানো— সব সামলে তারা সম্পর্কেও সামঞ্জস্য রাখতে জানে। ব্যস্ততার মধ্যেও যত্ন নিতে ভুল করে না।

আপনাকে স্পেস দিতে জানে

তারা খুঁটিনাটিতে মাথা ঘামায় না। কে কখন কোথায়— এসব নিয়ে সন্দেহ করারও সময় নেই। তাই আপনাকে প্রাপ্য ব্যক্তিগত পরিসর দিতে তারা খুব স্বাচ্ছন্দ্যবোধ করে।

কঠোর পরিশ্রমী

খবরের পেছনে দৌড়ানো, মানুষকে বোঝানো, তথ্য যাচাই— এসব কাজে তারা অভ্যস্ত। তাই জীবনে লক্ষ্য অর্জনেও তারা দৃঢ়, পরিশ্রমী ও ধৈর্যশীল।

দারুণ শ্রোতা

গল্প বলতে যেমন পারে, তেমনি আপনার গল্পও মন দিয়ে শুনবে। আপনার প্রতিটি ছোট ইঙ্গিতও ধরতে পারবে সহজেই।

সহানুভূতিশীল ও সাহায্যপ্রবণ

যেকোনো বিপদে পাশে দাঁড়ানো সাংবাদিকদের স্বভাবগত। প্রয়োজন হলে নিজের সেরাটাও দিয়ে সাহায্য করতে প্রস্তুত থাকবে।

বিভিন্ন ইভেন্টে ফ্রি প্রবেশের সুযোগ

কোনো অনুষ্ঠান, কনসার্ট বা স্পোর্টস ম্যাচে যেতে চাইলে বলুন— সাংবাদিক বন্ধুটি টিকিটের ব্যবস্থা করে দিতে পারে তাড়াতাড়ি!

শেষ কথা

সাংবাদিকের জীবন হয়তো সহজ নয়— চ্যালেঞ্জ আছে, ব্যস্ততা আছে। কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা, বুদ্ধিমত্তা আর রোমাঞ্চে ভরপুর এক মানুষ পাবেন আপনি।

সুবিধা পাবেন,সাংবাদিকের সঙ্গে প্রেম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত