অমর একুশে বইমেলায় আসছে রবিউল করিম মৃদুলের ঐতিহাসিক উপন্যাস ‘খালিদ-২: ব্লাড, ওয়ার, অনার’।
আগামী ১১ই ফেব্রুয়ারি বইমেলায় নালন্দা প্রকাশনীর ৩৩ নং প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি।
‘খালিদ-২’ উপন্যাসটি ইসলামের ইতিহাসের মহান যুদ্ধে নেতৃত্ব দেওয়া সাহাবি খালিদ বিন ওয়ালিদ (রা)-এর জীবন সংগ্রামকে কেন্দ্র করে রচিত।
এর আগে, ২০২৩ সালে বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল, যা পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার তার সিকুয়্যাল ‘খালিদ-২’ আসতে যাচ্ছে, যা নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই আশা প্রকাশ করেছেন লেখক ও প্রকাশক।
লেখক রবিউল করিম মৃদুল বলেন, "এ পর্যন্ত আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে ‘খালিদ’। এটি একটি দীর্ঘ কলেবরের উপন্যাস, যেখানে মহাবীর খালিদ বিন ওয়ালিদের গোটা যুদ্ধজীবন তুলে ধরা হয়েছে। দ্বিতীয় খণ্ডটি পাঠকদের ভালোবাসা পাবে বলে আমি দৃঢ় বিশ্বাসী।"
উল্লেখ্য, ‘খালিদ-২’ উপন্যাসটি ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা ও চরিত্রগুলিকে গভীরভাবে চিত্রিত করেছে। এর আগে মৃদুলের লেখা ‘ঘানি’,‘জলপাই রঙের কোট’ এবং ‘হত্যার শিল্পকলা’ বইগুলোও পাঠক সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে।
‘খালিদ-২’ উপন্যাসটি ৪০৮ পৃষ্ঠার এবং এর মূল্য হবে ৮০০ টাকা।