ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সীমান্ত হত্যা বন্ধের আহ্বান কবি হাসান হাফিজের

সীমান্ত হত্যা বন্ধের আহ্বান কবি হাসান হাফিজের

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কবি হাসান হাফিজ বলেছেন, ‘২৪ জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় না হলে এ দেশ স্বাধীন ও সুন্দর হতো না।’

শনিবার (১৯ জুলাই) নওগাঁ সাহিত্য পরিষদ আয়োজিত দুইদিনব্যাপী লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটি সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ।

কবি হাসান হাফিজ বলেন, ‘আদি বাংলা ভাষার রচনার সূচনা কাহ্নপা দিয়ে, যিনি ছিলেন এই নওগাঁতেই। এজন্য ৬৪ জেলার মধ্যে নওগাঁ সাহিত্যচর্চায় অন্যতম। এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত। সাহিত্য শুধু ব্যক্তিকে নয়, সমাজকেও সমৃদ্ধ করে। এর মাধ্যমে মানুষ সংবেদনশীল, জ্ঞানী এবং মানবিক হয়ে ওঠে।’

সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সীমান্তে আর কোনো রক্ত দেখতে চাই না। নওগাঁ সীমান্তে বারবার হত্যার ঘটনা ঘটছে, তা বন্ধ করতে হবে। দুই দেশের সীমান্তরক্ষীদের এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

লেখক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক কবি-সাহিত্যিকের উপস্থিতিতে মিলনমেলা তৈরি হয়। সম্মেলনে কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ এবং অনুবাদক ও হরর সাহিত্যিক খসরু চৌধুরীকে ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান করা হয়। পদকের আওতায় সম্মাননাপত্র, উত্তরীয়, অর্থমূল্য এবং পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পৌর প্রশাসক টি.এম.এ মমিন, কবি আতাউল হক সিদ্দিকী, আমিনুল ইসলাম, সাংবাদিক ড. সাদিকুল ইসলাম স্বপন, রবিউল করিম, কায়েস উদ্দিন, ফরিদ উদ্দিন, আশরাফুল নয়ন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি মাহফুজ ফারুক ও রিমন মোরশেদ।

আয়োজক সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ জানায়, এটি তাদের চতুর্থবারের মতো আয়োজন। চর্যাপদের অন্যতম কবি কাহ্নপা যিনি পাহাড়পুর বৌদ্ধ বিহারে বসে চর্যাপদ রচনা করেন, তাঁর নামে এই পদক প্রবর্তন করা হয়েছে। বরেন্দ্রভূমি থেকে বাংলা সাহিত্যের সূচনা তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

তারা আরও বলেন, নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এর ফলে সমাজে অপরাধপ্রবণতা কমে আসবে এবং মানুষ হয়ে উঠবে অধিক সহনশীল ও মানবিক।

হাসান হাফিজের,সীমান্ত হত্যা বন্ধের আহ্বান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত