ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

৩২ নম্বরের বাড়িতে মিলেছে ‘হাড়গোড়’, আলামত সংগ্রহ

৩২ নম্বরের বাড়িতে মিলেছে ‘হাড়গোড়’, আলামত সংগ্রহ

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেওয়া বাড়ি থেকে কিছু ‘হাড়গোড়’ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে তা মানুষের না অন্য কোনো প্রাণীর তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে আলামত সংগ্রহের কাজ শুরু করে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। তবে সেগুলো মানুষের না কি অন্য কোনো প্রাণীর তা নিশ্চিত হওয়া যায়নি।

সকাল ৮টার দিকে এসে আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে সিআইডির টিম চলে গেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে দেওয়া ঘোষণাকে কেন্দ্র করে বুধবার দিনভরই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতা ও অনলাইন অ্যাকটিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন।

সন্ধ্যা সাতটার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসার সামনে এসে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরে রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। সে সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। পরে রাত ১০টা ৫০ মিনিটে বাড়ির সামনে বুলডোজার আনা হয়।

পরদিন ধ্বংসস্তূপে পরিণত মূল বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের একাধিক বহুতল বেজমেন্ট দেখতে পাওয়া গেছে বলে খবর চাউর হয়। একটি পক্ষ থেকে প্রচার করা হয়, ৩২ এর বাড়িটির বেজমেন্টের পানি সেচলেই পাওয়া যাবে ‘আয়নাঘরের’ সন্ধান। রোববার ফায়ার সার্ভিস এসে ওই পানি সেচে চলে গেলে কিছু হাড়গোড় পাওয়ার খবর প্রচার হতে থাকে। পরে সোমবার সেখানে আলামত সংগ্রহে পৌঁছায় সিআইডির ক্রাইম সিন ইউনিট।

৩২ নম্বরের বাড়ি,সিআইডি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত