ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ধর্ষণের অভিযোগে যুবককে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনি

ধর্ষণের অভিযোগে যুবককে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনি

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশের গাড়িতে হামলা করে ছিনিয়ে নিয়ে পিটিয়েছে স্থানীয়রা। এ সময় ওই ব্যক্তিকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর খিলক্ষেতে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

তিনি জানান, রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানা ডিউটি অফিসার এসআই ইসমাইল হোসেন। ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে আসার পথে লোকজন পুলিশের গাড়িতে হামলা করে। এ ঘটনায় সেই ধর্ষণকারীকে তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে তারা তাকে পিটুনি দেয়।

ডিউটি অফিসার বলেন, ঘটনাস্থলে এখন ওসিসহ পুলিশ কর্মকর্তারা রয়েছেন। পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি।

এঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ আটজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযুক্ত কিশোরের নাম জান। তার বয়স আনুমানিক ১৬/১৭ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তার অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আবা/এসআর/২৫

ধর্ষণ,গণপিটুনি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত