ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় ইসরায়েলি হামলা, তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

গাজায় ইসরায়েলি হামলা, তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় আবারও বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েল। ন্যাক্কারজনক এ হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

একই সঙ্গে ইসরায়েলকে সব ধরণের সামরিক অভিযান বন্ধ করতে এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতি মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ সরকার। এই হামলার ফলে শিশু ও নারীসহ নিরীহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং এই অঞ্চলে এরই মধ্যে মানবিক পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি ঘটেছে। সহিংসতার এই মাত্রা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি চরম অবজ্ঞা ফুটিয়ে তোলে।’

ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় অব্যাহত নির্বিচার বিমান হামলার নিন্দা জানিয়ে ইসলায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা, সংযম প্রদর্শন করা ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের নীতিগুলোকে সম্মান করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে, বেসামরিক জীবন রক্ষা করতে এবং গাজার অবরুদ্ধ জনগণের কাছে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যও আহ্বান জানাচ্ছে।’

এছাড়া বিবৃতিতে ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও উল্লেখ করা হয়।

ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি অটল সমর্থনের কথাও বলা হয় বাংলাদেশের পক্ষ থেকে।

গাজা,ইসরায়েল,নিন্দা,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত