ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আইনি বাধ্যবাধকতায় ইশরাকের গেজেট প্রকাশ করা হয়েছে : ইসি সানাউল্লাহ

আইনি বাধ্যবাধকতায় ইশরাকের গেজেট প্রকাশ করা হয়েছে : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১০ দিনের মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে গেজেট প্রকাশের জন্য আদালতের বাধ্যবাধকতা ছিল। তাই আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাকের গেজেট প্রকাশ হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাব পাঠানো হয়েছে, সেখান থেকে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবের বিষয়ে আজই মতামত পাঠাবে কমিশন।

তিনি আরও বলেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া রোহিঙ্গাদের বাদ দেয়ার প্রক্রিয়া চলছে। যারা এনআইডির তথ্য পুরোপুরি পরিবর্তন করেছে তাদের বিষয়ে কঠোর হবে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ৫ বছর পর গত ২৭ মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। পরে আদালতের রায় মেনে গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

গেজেট প্রকাশের বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা গণমাধ্যমকে বলেছিলেন, আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাকের গেজেট প্রকাশ হয়েছে। অন্যদিকে, মেয়র পদ ও ইশরাক হোসেনের মামলায় ইসির ভূমিকা নিয়ে উদ্বেগ জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ইসি সানাউল্লাহ,ইশরাক,গেজেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত