ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আজ থেকে কলমবিরতিতে যাবেন এনবিআর’র কর্মকর্তা-কর্মচারীরা

আজ থেকে কলমবিরতিতে যাবেন এনবিআর’র কর্মকর্তা-কর্মচারীরা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই ভাগ করে অধ্যাদেশ জারির আদেশ বাতিলের দাবি জানিয়ে সব কাস্টম হাউস, শুল্ক স্টেশন, কর অঞ্চল ও ভ্যাট কমিশনারেটে আজ থেকে তিন দিনের কলমবিরতিতে যাচ্ছেন সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আগারগাঁও এনবিআরের সামনে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার (১৩ মে) এই কলম বিরতির ঘোষণা দেন। দাবি আদায় না হলে ১৭ মে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানে হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে— ১৪ মে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা, ১৫ মে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা ও ১৭ মে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি পালন। তবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা, আমদানি-রফতনি ও বাজেট-এই তিনটি কার্যক্রম চালু থাকবে। বাকি সব কার্যক্রম কলম বিরতির আওতায় বন্ধ থাকবে। ১৭ মে বিকেল তিনটায় পরবর্তী কর্মসূচি ঘোষণা।

গতকাল ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ব্যানারে চলা অবস্থান কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে অতিরিক্ত কমিশনার (কাস্টমস ও ভ্যাট) সাধন কুমার কুন্ডু বলেন, বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে গতকাল (সোমবার দিনগত মধ্যরাতে) অধ্যাদেশটি জারি হয়েছে। এই সংস্কারে সরকার যে কমিটি করেছে, সেখানে দেশের যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু সেই কমিটি যে প্রতিবেদন দিয়েছে, তা প্রকাশ করা হয়নি। প্রত্যাশী সংস্থা হিসেবে আমরাও জানতে পারিনি। ভালো-মন্দ কিছুই জানতে পারিনি। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হয়নি। তাদের সঙ্গে আলোচনা না করে, আমাদের মতামতকে উপেক্ষা করে গতকাল রাতে অনেকটা গোপনীয়ভাবে অধ্যাদেশটি জারি করা হয়েছে, যা অন্যান্য অধ্যাদেশের মতো নয়। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা চাই, অধ্যাদেশটি বাতিল করে পরামর্শক কমিটি যে প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে দেশের ভালোর জন্য, দেশের রাজস্ব ও মানুষের ভালোর জন্য নতুন অধ্যাদেশ জারি হবে। অধ্যাদেশ বাতিলের জন্য আমরা তিন দিনের কলম বিরতি দিয়েছি।

আবা/এসআর/২৫

কলমবিরতি,এনআরবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত