ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই থেকে বিশেষ প্রণোদনা পাবেন সরকারি চাকরিজীবীরা

জুলাই থেকে বিশেষ প্রণোদনা পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান ৫ শতাংশ হারে প্রদেয় বিশেষ প্রণোদনা বাড়িয়ে ১০ থেকে ১৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (৩ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়, যা আগামী ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা মোট ১৫ শতাংশ হারে প্রণোদনা পাবেন, যার মধ্যে বিদ্যমান ৫ শতাংশও অন্তর্ভুক্ত। অন্যদিকে, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই হার হবে ১০ শতাংশ। এই সুবিধা ন্যূনতম ১ হাজার টাকা থেকে শুরু হবে এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৫০০ টাকা হারে প্রযোজ্য হবে।

এই প্রণোদনা পাবেন সরকারি-বেসামরিক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীসহ বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে কর্মরতরা। একইসঙ্গে পুনঃস্থাপনকৃত পেনশনভোগী ও অবসরোত্তর ছুটিতে (PRL) থাকা কর্মীরাও শেষ মূল বেতনের ভিত্তিতে এই সুবিধার আওতায় আসবেন।

তবে যেসব পেনশনভোগী তাদের পেনশনের শতভাগ এককালীন উত্তোলন করে এখনও পুনঃস্থাপনের যোগ্য হননি, তাদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া চুক্তিভিত্তিক নিয়োজিতদের ক্ষেত্রেও কিছু শর্ত সাপেক্ষে সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে প্রণোদনা নির্ধারিত হবে।

সাময়িক বরখাস্ত থাকা কর্মীরা তাদের বরখাস্তের আগে মূল বেতনের ৫০ শতাংশের ভিত্তিতে প্রণোদনা পাবেন। তবে যেসব কর্মচারী বিনা বেতনে ছুটিতে রয়েছেন, তাদের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়।

সরকার,চাকরিজীবী,প্রজ্ঞাপন,অর্থ মন্ত্রণালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত