ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের চাপ ধীরে ধীরে বাড়ছে।
বুধবার (১১ জুন) রাজধানীতে প্রবেশপথ যাত্রাবাড়ী-সায়েদাবাদ ও গাবতলী ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্য থেকে যাত্রীরা ঢাকায় প্রবেশ করছেন। প্রতিটি বাসেই যাত্রী পূর্ণ। এবার ঈদের পরে দীর্ঘ ছুটি থাকায় ঈদের পর তিনদিন পর্যন্ত ঢাকায় ফেরা যাত্রীদের চাপ দেখা যায়নি। গত কয়েকদিনের তুলনায় আজ বুধবার যাত্রীর চাপ বেশি বলে জানিয়েছেন সড়ক পরিবহন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, মূলত আগামী রোববার (১৫ জুন) থেকে খুলছে সরকারিসহ সব ধরনের অফিস ও শিল্প প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে যাত্রীদের এই চাপ বৃহস্পতি, শুক্র ও শনিবার সর্বোচ্চ থাকতে পারে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা ঢাকার প্রবেশপথ গুলোতে বাস থেকে নামছেন। সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পাওয়াতে বেশিরভাগ যাত্রীই রাজধানীর বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছাতেও পারছেন। তবে যাত্রীরা জানিয়েছেন, বাস থেকে নেমে গন্তব্যে যেতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের।
বাসচালকরা বলছেন, ঢাকায় আসা যাত্রী বেড়েছে। গাড়ি মোটামুটি ভরেই ঢাকায় আসতে পারছি আমরা। রাস্তায় কোনো ঝামেলাও হয়নি।
এদিকে যাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত গাড়ি থাকার পরও ভাড়া বেশি গুণতে হচ্ছে তাদের।
উল্লেখ্য, গত ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারি কর্মচারীরা টানা ১০ দিন ছুটি পাচ্ছেন। ৫ জুন থেকে শুরু হওয়া এ ছুটি শেষ হবে আগামী ১৪ জুন।