অনলাইন সংস্করণ
২১:৫৬, ১৫ জুলাই, ২০২৫
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই (বুধবার) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক সরকারি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এ ছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বুধবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে যথাযথভাবে শোক পালনের নির্দেশনা অনুসরণ করতে হবে।