ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রয়োজনে নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে

প্রয়োজনে নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে নিহতদের ময়নাতদন্ত না হওয়া নিয়ে চলমান বিতর্কের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রয়োজনে নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

শনিবার (১৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করতেও পিছপা হবে না সরকার।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের ঘটনায় অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি সম্প্রচার করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওই সম্প্রচারের মাধ্যমেই সাধারণ মানুষ পুরো বিষয়টি প্রত্যক্ষ করতে পেরেছে। এ ঘটনায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা পুরো ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণ করবে এবং ঘটনার সব দিক সবার সামনে উপস্থাপন করবে।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থার্ড টার্মিনালে ইমিগ্রেশন প্রক্রিয়ায় কী পরিমাণ জনবল প্রয়োজন, যাত্রীরা কী ধরনের সমস্যার সম্মুখীন হন, বিদেশফেরত যাত্রীদের অভিজ্ঞতা কেমন—এসব বিষয় সরেজমিনে দেখতে এসেছি।

তিনি জানান, নতুন টার্মিনালটি অত্যন্ত আধুনিক এবং সুন্দরভাবে নির্মিত হয়েছে। আগে যেসব সমস্যা হতো, এটি চালু হলে সেগুলো আর থাকবে না বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, অপারেশনাল দিক থেকেও টার্মিনালের সক্ষমতা অনেক উন্নত।

এটি কবে নাগাদ চালু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, থার্ড টার্মিনাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় না থাকলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে; টার্মিনালের ৯৯ দশমিক ১৮ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন উদ্বোধনের বিষয়টি সংশ্লিষ্ট দফতরের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ময়নাতদন্ত,নিহতদের মরদেহ,কবর থেকে তুলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত