ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রখ্যাত চিত্রশিল্পী-ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই

প্রখ্যাত চিত্রশিল্পী-ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই

প্রখ্যাত চিত্রশিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান (৮০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২০ জুলাই) সকাল ১০টা সাত মিনিটে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে রাখা হবে। এরপর আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

হামিদুজ্জামান খানের সহধর্মিণী ও চিত্রশিল্পী আইভি জামান গণমাধ্যমকে জানান, গত ১৭ জুলাই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে লাইফ সাপোর্টে নেওয়ার পর আজ সকালে তিনি মারা যান।

ভাস্কর হামিদুজ্জামান খান ছিলেন বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম পথিকৃৎ ও খ্যাতিমান শিল্পী। মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য নির্মাণে তার বিশেষ অবদান রয়েছে। তিনি একুশে পদকসহ দেশ-বিদেশের নানা গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।

চিত্রশিল্পী,ভাস্কর,হামিদুজ্জামান খান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত