ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট ল্যাফটেন্যান্ট তৌকির নিহত

বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট ল্যাফটেন্যান্ট তৌকির নিহত

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বিমানটির পাইলট ফ্লাইট ল্যাফটেন্যান্ট তৌকির মারা গেছেন। পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি। এক বছর আগে তৌকির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে জানা গেছে।

এই ঘটনায় আরও অনেকে হতাহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হচ্ছে। জাতীয় বার্ন ইন্সটিটিউট হাসপাতালে এখন পর্যন্ত ২৩ জনকে নেয়া হয়েছে বলে হাসপাতালে সূত্রে জানা গেছে।

এরআগে, দুপুরের দিকে মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ দুর্ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা গেছে– বিধ্বস্ত ভবনের পাশে আগুন জ্বলছে। সেই সাথে উড়ছে ধোঁয়ার কুণ্ডলী। দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ছোটাছুটি করতেও দেখা যায়। দুর্ঘটনাস্থল তাৎক্ষনিকভাবে স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনী সদস্যদেরও উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিমান বিধ্বস্তের খবর পেয়েই উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এখনও উদ্ধারকাজ চলছে।

ফ্লাইট ল্যাফটেন্যান্ট তৌকির,বিমান বিধ্বস্ত,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত