রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ছাদে বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
বিমান বিধ্বস্তের ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত ও দগ্ধদের মধ্যে অন্তত ২৫ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়ছে।