ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি সচিব

চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি সচিব

ভোটার তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

সোমবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

খসড়া ভোটার তালিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, খসড়া ভোটার তালিকায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। সেটা আমরা প্রকাশ করব।

চলতি মাসে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে কি না জানতে চাইলে আখতার আহমেদ বলেন, চলতি মাসে অবশ্যই তালিকা প্রকাশ করতে হবে। এরপর ভোটার তালিকার উপর আপত্তি এবং সংশোধনের বিষয় থাকতে পারে।

অপর এক প্রশ্নে জবাবে ইসি সচিব বলেন, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের বিষয়ে এখনো কমিশনে আলোচনা করা হয়নি।

তিনি আরও বলেন, ‘সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, কাল-পরশুর মধ্যে এটি সম্পন্ন হবে। তাহলে আমরা পরবর্তী কমিশন বৈঠকে তা উপস্থাপন করতে পারব।

এনআইডি বিষয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, এনআইডি সংশোধন কখনো শূণ্যে আসবে বলে আমি মনে করি না। বিগত ৩১ মে পর্যন্ত যতগুলো আবেদন পেন্ডিং আবেদন আছে সেগুলো আগস্ট মাসের মধ্যে শেষ করব। এই সংখ্যা ২৫ থেকে ২৬ হাজার হবে। একজন মোট ৬ বার এনআইডি সংশোধনের আবেদন করতে পারে।

ইসি সচিব,নতুন ভোটার,নির্বাচন কমিশন,আখতার আহমেদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত