উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত করা গেছে, তাদের মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে যাদের শনাক্ত করা যায়নি, তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহতদের চিকিৎসা কার্যক্রমের প্রতি প্রধান উপদেষ্টা নিবিড় নজর রাখছেন। হাসপাতালগুলোতে চিকিৎসা নির্বিঘ্ন করতে সাধারণ মানুষের ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, দুপুর ১টার কিছু পর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। তাত্ক্ষণিকভাবে ভবনটিতে আগুন ধরে যায়। ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি এবং বিমান বাহিনী অংশ নেয়। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।