ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশে বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের শোক

বাংলাদেশে বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের শোক

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২১ জুলাই) সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো বলেছে, ‘উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে যারা আহত ও তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা’।

উল্লেখ্য, গতকাল রোববার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২৭ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সরকার। এছাড়া এই ঘটনায় প্রায় পৌনে দুশো লোক আহত হন।

বাংলাদেশ,বিমান দুর্ঘটনা,যুক্তরাষ্ট্র,শোক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত