ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

উত্তরার দুর্ঘটনা: বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

উত্তরার দুর্ঘটনা: বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং বার্ন রোগীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত।

মঙ্গলবার (২২ জুলাই) দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দুজন বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও একটি ছোট নার্সিং দল পাঠানোর পরিকল্পনা রয়েছে। তাদের সঙ্গে পাঠানো হবে উন্নতমানের বার্ন কেয়ার সরঞ্জামও।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আজকের (মঙ্গলবার) মধ্যেই তারা ঢাকার উদ্দেশে রওনা হতে পারেন।

জানা গেছে, দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করে ভারতের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শোক প্রকাশ করে বলেন, ‘ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’

এছাড়া ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের অনুরোধের ভিত্তিতে বার্ন বিশেষজ্ঞ, উন্নত চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ পাঠানোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি কিছুটা শীতল থাকলেও এমন সংকটময় সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, সোমবারের ওই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধিকাংশ আহতের শরীর মারাত্মকভাবে দগ্ধ, যাদের উন্নত বার্ন চিকিৎসার প্রয়োজন।

ভারত,নার্স ও সরঞ্জাম,বিশেষজ্ঞ চিকিৎসক,উত্তরার দুর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত