ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

৯ ঘণ্টা অবরুদ্ধ, অবশেষে মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্টা-প্রেস সচিব

৯ ঘণ্টা অবরুদ্ধ, অবশেষে মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্টা-প্রেস সচিব

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে বের হয়েছেন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের গাড়িবহর মাইলস্টোন কলেজের ক্যাম্পাস ত্যাগ করে। গাড়িগুলো দিয়াবাড়ী সংলগ্ন মেট্রোরেল ডিপোর রাস্তা দিয়ে বাইরে চলে যায়।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টারা মাইলস্টোন কলেজে পৌঁছান এবং দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। সেখান থেকে বের হওয়ার সময় উত্তেজিত শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ঘিরে ধরেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই উপদেষ্টা ও প্রেস সচিব কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় একটি কনফারেন্স রুমে আশ্রয় নেন। এটি উপাধ্যক্ষের কক্ষসংলগ্ন।

পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্য থেকে ৫-৭ জন প্রতিনিধিকে আলোচনার জন্য কক্ষে নেওয়া হয়। এ খবর মুহূর্তেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েক হাজার শিক্ষার্থী ৫ নম্বর ভবন ঘিরে বিক্ষোভ শুরু করেন। কলেজ চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

বেলা সাড়ে তিনটার কিছু আগে উপদেষ্টারা প্রথম দফায় কলেজ ত্যাগের চেষ্টা করেন। কলেজ চত্বরের বাইরে শিক্ষার্থীদের অনুপস্থিতি থাকলেও দিয়াবাড়ী মোড়ে পৌঁছালে তারা শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। পরবর্তীতে বিকেল ৫টা ৫২ মিনিটে গাড়িবহর আবারও ফিরে আসে কলেজের ৫ নম্বর ভবনে।

অবশেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ্বিতীয় দফায় বেরিয়ে যেতে সক্ষম হন দুই উপদেষ্টা ও প্রেস সচিব। পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উল্লেখ্য, সম্প্রতি মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তরায় কলেজ ক্যাম্পাসে ছাত্রদের বিক্ষোভের মধ্যেই এই অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটে।

প্রেস সচিব,দুই উপদেষ্টা,মাইলস্টোন,৯ ঘণ্টা অবরুদ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত