মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে ছয়টি মৃতদেহ রয়েছে, যাদের শনাক্ত করা সম্ভব হয়নি। যেসব পরিবারের সন্তান বা সদস্য এই ঘটনায় নিখোঁজ রয়েছে তাদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষজ্ঞদের তত্বাবধানে ইতোমধ্যে মৃতদেহগুলো থেকে ডিএনএ এনালাইসিস (প্রোফাইলিং) এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অতিদ্রুত সিআইডি’র ল্যাবরেটরীতে ডিএনএ প্রোফাইলিং করা হবে। নিখোঁজ পরিবারের সদস্যদের নমুনা পাওয়া গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। সবার সহযোগিতা কাম্য।
এখন পর্যন্ত মাত্র একটি পরিবারের পক্ষ থেকে নমুনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।